মালদা

মালদায় নির্বাচনী প্রচারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

পঞ্চায়েত নির্বাচনের নামে যা হচ্ছে এটা নির্বাচন না এটা একটা প্রহসন। সিভিক ভলেন্টিয়ার দিয়ে যদি নির্বাচন করা যায় তবে প্রয়োজনে প্রাইমারি স্কুলের ছাত্রদের দিয়ে ভোট করানো যায় তাদেরও একটা অভিজ্ঞতা হবে। বুধবার মালদায় নির্বাচনী প্রচারে এসে একথা বলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এই সরকারের মতো সরকার গোটা দেশে নেই। তৃণমূল কংগ্রেসের মতো দল গোটা পৃথিবীতে নেই। 2021 এর পর এই দলটা উঠে যাবে। আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা গবেষণা করবে তৃণমূল দলটা আস্লেই ছিল কিনা। আমরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাই না। যার স্বাভাবিক মৃত্যু তাকে শহীদের মর্যাদা দিতে চাইনা।

          এ বিষয়ে শমীক ভট্টাচার্য বলেন, এই দলটা কোন গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিরোধী দলের অধিকার মানে না। তবে এটা রাজনৈতিক দল কিনা এটা ২০২১ সালের পর এই দলটা নিয়ে রাষ্ট্রবিঞ্জানের ছাত্ররা গবেষনা করবে বলে তিনি কটাক্ষ করেন। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, মানুষই ঠিক করবে আগামী দিনে রাজ্য কোন পথে যাবে।